Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০২৪

বিহিনী শাখা

কর্ম্‌তালিকা ও বার্ষিক চিকিৎসা/অনুদান প্রদানের বিবরণঃ

ক্রঃ নং

তথ্যের ধরণ

তথ্যের বিবরণ

মন্তব্য

০১।

কর্ম্‌তালিকা

ক। জেলা কার্যালয় হতে প্রেরিত ১৫% ও ২০% আনুষঙ্গিক তহবিলের অর্থ মহাপরিচালক, আনসার ও ভিডিপি তহবিলে জমাকরণ এবং ক্যাশ রেজিষ্টারে লিপিবদ্ধকরণ।

খ। ১৫% ও ২০% আনুষঙ্গিক তহবিলের বিপরীতে জেলার অনুকুলে ২০% অর্থ্‌ প্রদান এবং রেঞ্জের অনুকুলে ৫% অর্থ্‌ প্রদান।

গ। আনসার-ভিডিপি সরকারী কল্যাণ তহবিল সভা আহবান, মৃত অস্থায়ী ব্যাটালিয়ন আনসার সদস্যের পরিবারের মাসিক ভাতা প্রদান, মৃত্যুজনিত এককালীন অনুদান প্রদান এবং চিকিৎসাজনিত অর্থ্‌ কল্যাণভোগীদের মধ্যে বিতরণ।

ঘ। আনসার-ভিডিপি বিভাগীয় কল্যাণ তহবিল সভা আহবান, মৃত কর্ম্‌কর্তা/কর্ম্‌চারীদের এককালীন অনুদান প্রদান এবং চিকিৎসা ও মেয়ের বিবাহের অর্থ্‌ কল্যাণভোগীদের মধ্যে বিতরণ।

ঙ। মৃত ব্যাটালিয়ন আনসার সদস্য-সদস্যাদের বীমাবৃত দাবী পরিশোধ।

চ। কর্ম্‌কর্তা/কর্ম্‌চারী ও আনসার সদস্য-সদস্যাদের বিভাগীয় কল্যাণ তহবিল এবং রেজিমেন্টাল তহবিলের চাঁদার অর্থের হিসাব সংরক্ষণ।

ছ। বিভিন্ন কার্যালয় হতে প্রেরিত চাহিদা পত্রের ভিত্তিতে অর্থ্‌ বরাদ্দ/সংশ্লিষ্ট কার্যালয়ের স্থানীয় তহবিল হতে অর্থ্‌ ব্যয়ের প্রশাসনিক অনুমোদন প্রদান।

জ। সদর দপ্তরের বিভিন্ন শাখা হতে অনুমোদিত নথির অর্থ্‌ প্রদান।

ঝ। ব্যাংক হিসাব এবং স্থায়ী আমানতের হিসাব সংরক্ষণ এবং ক্যাশ রেজিষ্টারে লিপিবদ্ধকরণ।

ঞ। সময়ে সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন ইত্যাদি।

 

০২।

বার্ষিক চিকিৎসা /অনুদান

বাংলাদেশ আনসার কল্যাণ তহবিল (সরকারী):

আর্থিক বরাদ্দ: ২,৭৫,০০,০০০/-

অস্থায়ী ব্যাটালিয়ন আনসার সদস্যের পরিবারের মাসিক ভাতা, অস্থায়ী ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, হিল আনসার ও বিশেষ আনসার সদস্য-সদস্যাদের মৃত্যুজনিত এককালীন অনুদান প্রদান এবং সকল পর্যায়ের আনসার সদস্য-সদস্যাদের চিকিৎসাজনিত এককালীন অনুদান প্রদান।

 

বাংলাদেশ ভিডিপি কল্যাণ তহবিল (সরকারী):

আর্থিক বরাদ্দ: ১,০০,০০,০০০/-

মৃত ইউনিয়ন দলপতি ও ভিডিপি সদস্যের পরিবারের মাসিক ভাতা, ইউনিয়ন দলপতি/দলনেত্রী ও ভিডিপি সদস্য-সদস্যাদের মৃত্যুজনিত এককালীন অনুদান প্রদান, চিকিৎসাজনিত এককালীন অনুদান, ভাল কাজের স্বীকৃতিস্বরূপ এককালীন অনুদান।

আনসার-ভিডিপি বিভাগীয় কল্যাণ তহবিলঃ

(কর্ম্‌কর্তা/কর্ম্‌চারী ও আনসার সদস্যদের চাঁদার অর্থ্‌ এবং আনসার ফ্লাওয়ার মিলের বার্ষিক লভ্যাংশের ৩০% অর্থ্‌।)

কর্ম্‌কর্তা/কর্ম্‌চারী ও আনসার সদস্য-সদস্যাদের মৃত্যুজনিত এককালীন অনুদান প্রদান, কর্ম্‌কর্তা/কর্ম্‌চারীদের চিকিৎসাজনিত এককালীন অনুদান প্রদান, কর্ম্‌চারী ও আনসার সদস্য-সদস্যাদের মেয়ের বিবাহের জন্য এককালীন অনুদান এবং ছেলে-মেয়ের উচ্চশিক্ষাজনিত এককালীন অনুদান।

 

গ্রুপ সাময়িক জীবন বীমা (জিটি):

(ব্যাটালিয়ন আনসারদের বার্ষিক প্রিমিয়াম, জনপ্রতি ২০৭.৫০ টাকা হারে (৫০% ব্যাটালিয়ন আনসার, ৫০% মহাপরিচালক, আনসার ও ভিডিপি তহবিল)

বার্ষিক প্রিমিয়ামের ভিত্তিতে ব্যাটালিয়ন আনসার সদস্য-সদস্যাদের স্বাভাবিক মৃত্যুজনিত কারণে এককালীন ৫০,০০০/- টাকা, দূর্ঘ্‌টনায় মৃত্যুজনিত কারণে এককালীন ১,০০,০০০/- টাকা, দূর্ঘ্‌টনায় একটি অঙ্গহানীর জন্য এককালীন ২৫,০০০/- টাকা, দূর্ঘ্‌টনায় দুইটি অঙ্গহানীর জন্য এককালীন ৫০,০০০/- টাকা প্রদান।