অঙ্গীভূত আনসার, হিল আনসার ও বিশেষ আনসারদের দীর্ঘদিনের দাবি ছিলো তাদের বেতন থেকে 'আনসার-ভিডিপি রেজিমেন্টাল তহবিল' বাবদ চাঁদা কর্তন বন্ধ করা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে অঙ্গীভূত আনসার, হিল আনসার ও বিশেষ আনসারদের বেতন থেকে রেজিমেন্টাল তহবিলে চাঁদা কর্তন চলতি আগস্ট, ২০২৪ খ্রি: হতে রহিত করা হলো।