কাউসার জাহান
উপপরিচালক (আইসিটি) অতিরিক্ত দায়িত্ব
ভূমিকাঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং-স্বঃমঃ(প্রশাঃ-২)/১৭(১)/২০০৪/৪৪৯, তারিখঃ ২০/০৪/২০০৮ খ্রিঃ এর আলোচ্য সূচী-৩ এর গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম তথ্য প্রযুক্তির সর্বাধিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করে এ বাহিনীর আইসিটি সরঞ্জামাদি রক্ষণাবেক্ষন, ওয়েবসাইট হালনাগাদকরণ সর্বোপরী গতিশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে নাগরিক সুবিধা প্রদান করার লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর স্মারক নং-আনসার-ভিডিপি/ প্রশাসন/ ৮২০০(১৫/১)/৮০৪, তারিখঃ ১৩/১৫/২০০৮ খ্রিঃ মূলে Information System Cell (IS Cell) গঠন করা হয়।
পরবর্তীতে কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা অনুযায়ী সদর দপ্তর স্মারক নং-৪৪.০৩.০০০০.০১১.২৭.০৪৮.০৮-১৫০, তারিখঃ ০১/০২/২০১৬ খ্রিঃ মূলে Information System Cell (IS Cell) এর নাম পরিবর্তন করে Information & Communication Technology (ICT) শিরোনামে ব্যবহার শুরু হয়।
নিয়মিত কার্যক্রমঃ
সদর দপ্তর, আনসার একাডেমি এবং আনসার ভবনের নিম্নবর্ণিত কার্যক্রমসমূহ পরিচালনা করে থাকেন
১. আনসার ও ভিডিপি ওয়েব সাইট হালনাগাদ
২. নেটওয়ার্কিং
৩. আইটি সামগ্রী রক্ষণাবেক্ষণ ও মেরামত
৪. সার্ভার ব্যবস্থাপনা
৫. HRM (Human Resource Management) সফটওয়্যার পরিচালনা
৬. Push-Pull SMS সার্ভিস
৭. তথ্য সেবা
৮. অনলাইন রিক্রুটমেন্ট
৯. নাগরিক সেবায় উদ্ভাবন কার্যক্রম
১০. সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণ ও আপডেটকরণ
১১. ডব্লিউএমএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণ ও আপডেটকরণ
১২. পিআইডিএমএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণ ও আপডেটকরণ
১৩. এপিএমআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণ ও আপডেটকরণ
আইসিটি শাখায় চলমান বর্তমান কার্যক্রমঃ
HRM System: সাধারন আনসার সদস্যদের জন্য ব্যবহৃত HRM System এর রক্ষনাবেক্ষণ চুক্তি ‘‘সূর্যমুখী সলিউশন লিঃ’’ এর সাথে চুক্তি বাতিল করে ‘স্বপ্নলোকে’ নামক প্রতিষ্ঠানের নিকট প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। এক্ষেত্রে HRM System ডাটাবেজের সকল তথ্য ‘স্বপ্নলোকে’ এর নিকট হস্তান্তর করা হয়েছে। অনলাইন রিক্রুটমেন্ট সিস্টেম এর পেমেন্ট গেটওয়ে, এসএমএস গেটওয়ে, এনআইডি যাচাই APA ইন্টিগ্রেশন কার্যক্রম চলমান রয়েছে।
পেমেন্ট গেটওয়ে স্থাপনের জন্য সফটওয়্যার সপ লিঃ কে কার্যাদেশ প্রদান করা হয়েছে। পেমেন্ট গেটওয়ে এবং কল সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে।
WMS: ওয়েলফেয়ার শাখার জন্য প্রস্তুতকৃত ‘Welfare management system’ এর কিছু পরিবর্তনের জন্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিবর্তনগুলো সম্পন্ন করে বর্তমানে টেস্টিং সার্ভারে আছে। সফলভাবে টেস্টিং শেষ হলে লাইভ সার্ভারে স্থানান্তর করা হবে।
APIMS: বাহিনীর কর্মকর্তা-কর্মচারী ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের জন্য Ansar VDP Personal Information Management System নামে একটি সফটওয়্যার প্রস্তুত করে আনসার ব্যাটালিয়ন সদস্যদের ডাটা এন্ট্রির কার্যক্রম সম্পন্ন হয়েছে। রেকর্ড শাখার অধীনে বর্তমানে কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য এন্ট্রির কার্যক্রম চলমান রয়েছে।
AVMIS: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য-সদস্যাদের জন্য Ansar VDP Management Information System নামে একটি সফটওয়্যারের Phase-01, Part-01 এর কার্যাদেশ প্রদান করা হয়েছে। এছাড়া উক্ত সফটওয়্যারের Phase-01, Part-02 এর কার্যাদেশ প্রদান করা হয়েছে। উক্ত কার্যাদেশের মধ্যে Online Ansar Recruitment Payment Gateway, Call Canter, NID API Integration কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।