আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অঙ্গীভূত আনসার । অঙ্গীভূত আনসারগণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, জল স্থল ও বিমান বন্দর ইত্যাদির নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত। সরকার নির্ধারিত ভাতাদি (যা প্রত্যাশী সংস্থা কর্তৃক প্রদেয়) এর বিনিময়ে তারা এ নিরাপত্তা সেবা দিয়ে থাকে। গ্রাম-গঞ্জ থেকে আসা ১৮ থেকে ৫৫ বছর বয়সী আগ্নেয়াস্ত্র, মুক্ত হস্তে আত্মরক্ষা, অগ্নি নির্বাপণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত আনসার, এপিসি ও পিসিগণ এ নিরাপত্তা সেবায় নিয়োজিত থাকেন।
২০১২ সালের পূর্বে অঙ্গীভূত আনসারগণের মোতায়েন প্রক্রিয়া ছিল সম্পূর্ন ম্যানুয়াল যার ফলে সঠিক বয়স, শারিরিক সক্ষমতা সম্পন্ন আনসার সদস্য-সদস্যাগণের মোতায়েন নিশ্চিত করা সম্ভবপর ছিল না। অধিকন্তু দেশে সকল আনসার সদস্য-সদস্যার জন্য সুযোগের সম বন্টণ নিশ্চিত করা সম্ভবপর ছিল না। উন্নত নিরাপত্তা সেবার মান নিশ্চিত করনার্থে ২০১০ সাল থেকে অঙ্গীভূত আনসারদের চাকুরী প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের এবং ‘সবার জন্য সমান সুযোগ’ নিশ্চিত করার লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তথ্য প্রযুক্তি নির্ভর একটি অনলাইন সিস্টেম উন্নয়নের কার্যক্রম গ্রহণ করে। তারই ফলশ্রুতিতে ২০১২ সালে প্রথমবারের মত প্রশিক্ষণ, বয়স ও শারিরিকভাবে সক্ষমতার বিবেচনায় উপযুক্ত আনসার সদস্য সদস্যাদের তালিকা প্রণয়ন ও ডেটা বেইজ তৈরীর কাজ সম্পন্ন হয় এবং ডেটা বেইজের অন্তর্ভূক্ত আনসার সদস্য-সদস্যাগণের প্রত্যেকে স্মার্ট কার্ড প্রদান করা হয়। বর্তমানে এ বাহিনীতে প্রায় ৭৮০০০ স্মার্টকার্ড ধারী আনসার সদস্য-সদস্যা রয়েছেন যাদে মধ্যে প্রায় ৪৮০০০ কর্মরত, ১০০০০ চাকুরী প্রাপ্তির জন্য প্যানেলে, ১২০০০ নির্ধারিত সময়ের বিরতিতে এবং অবশিষ্ট আনসারগণ অবসরে বা পরোলক গমন করেছেন।
অনলাইন অঙ্গীভূত করণ প্রক্রিয়ার প্রবর্তন করা উল্লেখ যোগ্য সুবিধা সমূহঃ
ক. প্রত্যন্ত এলাকায় বসবাস করেও নিয়মিত তার নিজ মোবাইলে চাকুরীর অফার পাওয়া
খ. আঞ্চলিক প্যানেলের আওতায় নিজ বিভাগের মধ্যে কোন জেলায়(নিজ জেলা ব্যতীত) অথবা কেন্দ্রীয় প্যানেলের আওতায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম জেলায় চাকুরীর অফার প্রাপ্তির সুযোগ সৃষ্টি
গ. সীমিত পরিসরে পছন্দমাফিক অফার না পাওয়া পর্যন্ত অফার প্রত্যাখানের সুযোগ
ঘ. নিজ মোবাইলের এসএমএস (৬৯৬৯ নম্বরে পুশ-পুল সার্ভিস) এর মাধ্যমে আঞ্চলিক ও কেন্দ্রীয় প্যানেলে নিজের অবস্থান জানার সুযোগ
ঙ. নিজ মোবাইল থেকেই চাকুরীর অফার গ্রহণ নিশ্চিত করা
চ. কোন ক্যাম্পে পদশূন্যতার বিষয়টি নির্ধারিত ড্যাশ বোর্ডে পর্যবেক্ষণ করে জেলা কমান্ডান্টগণ কর্তৃক অনলাইনে অঙ্গীভূতির নিমিত্তে আনসারদের নিকট অফার প্রেরণ
ছ. অত্যন্ত পরিশিলীতভাবে অঙ্গীভূত ব্যবস্থাপনা নিশ্চিত
এ সিস্টেমে সম্প্রতি যুক্ত হয়েছে অনলাইন ভিত্তিক সাধারণ আনসার প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের প্রশিক্ষণ প্রত্যাশী তরুণগণ ইন্টারনেট সেবার মাধ্যমে অনলাইনে আবেদন করছেন এবং নির্বাচিতরা প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রত্যন্ত অঞ্চলের প্রশিক্ষণ প্রত্যাশীদের দেশজুড়ে ইন্টারনেট সেবার সার্থক বিস্তৃতি ও নাগরিকগণ কর্তৃক সে সেবা গ্রহণের আগ্রহ সহজেই অনুমিত হয়।