Wellcome to National Portal
  • 2024-10-01-03-34-5dc97b5ab816f7da79fe6700c0f87e1c
  • 2024-10-01-03-33-75aa8a6fdb9b373a818e7ee3e67bd467
  • 2024-10-01-04-02-5552d44f7f2ed25b85b97fe4c890c016
  • 2024-10-01-04-04-b15b616edc536fab0822ed26399baf77
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ফেব্রুয়ারি ২০২৫

মেডিকেল শাখা

 

মেডিকেল শাখা কর্তৃক কার্যক্রমঃ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর এবং বিভিন্ন ইউনিট হতে এমআই রুমে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সরকারী হাসপাতালে রেফার্ড করা হয়ে থাকে। অত্র বাহিনীতে ব্যাটালিয়ন আনসার নিয়োগ, সিভিল ষ্টাফ নিয়োগ ও সদস্য-সদস্যাদের বৈদেশিক নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীদের স্বাস্থ্যগত সনদ প্রদান এবং বিভিন্ন মন্ত্রণালয়ে স্বাস্থ্য সংক্রান্ত সভায় অংশ গ্রহণ।

শাখার কার্যক্রমঃ

ক্রঃনং

বিষয়

কার্যক্রম

মন্তব্য

১.

২০২৩-২৪ র্অথ বছরে ঔষধ ও চকিৎিসা সরঞ্জামাদি ক্রয় সংক্রান্ত।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিটের জন্য ঔষধপত্র বাবদ-২,১৮,১৯,৮৭৫ (দুই কোটি আঠারো লক্ষ উনিশ হাজার আটশত পচাত্তর) টাকা, ডোপ টেস্ট ডিভাইস বাবদ ৫,৫৫,৫৫৫ (পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চান্ন) টাকা, অন্যান্য সরঞ্জামাদি ক্রয় বাবদ ৩,২৪,২৫৫ (ছত্রিশ লক্ষ চব্বিশ হাজার দুইশত পঞ্চান্ন) টাকা এবং আনসার ও ভিডিপি হাসপাতালের জন্য ৭২,০২,৫৩১ (বাহাত্তর লক্ষ দুই হাজার পাঁচশত একত্রিশ) টাকার ঔষধ ও ১০,৮৯,০২২ (দশ লক্ষ উননব্বই হাজার বাইশ) টাকার চিকিৎসা সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে।

 

২.

কর্মকর্তা-কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য, আনসার সদস্য ও ভাতাভোগী ভিডিপি সদস্যদের চিকিৎসা সংক্রান্ত আর্থিক অনুদানের আবেদন যাচাই-বাছাই।

কর্মকর্তা-কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য, আনসার সদস্য ও ভাতাভোগী ভিডিপি সদস্যদের চিকিৎসা সংক্রান্ত আর্থিক অনুদানের আবেদন যাচাই-বাছাই এর কার্যকম সম্পন্ন পূর্বক ওয়েলফেয়ার শাখায় প্রেরণ করা হয়।

 

৩.

ঢাকাস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত। বিভিন্ন রেঞ্জ, জেলা, উপজেলা ও ব্যাটালিয়ন হতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আগত রোগীকে প্রয়োজনবোধে ঢাকাস্থ বিভিন্ন হাসপাতালে মেডিকেল শাখার মাধ্যমে ভর্তি/বহিঃ বিভাগে উন্নত চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।  

৪.

মেডিকেল শাখার এমআই রুমের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর এবং বিভিন্ন ইউনিট হতে এমআই রুমে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।

 

৪.

মেডিকেল শাখার এমআই রুমের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর মেডিকেল শাখার এমআই রুম হতে ২০১৭ সালে চিকিৎসার জন্য আগত পুরুষ, মহিলা ও শিশুসহ সর্বমোট ১১,৮১৩ জন রোগীকে চিকিৎসা ও ঔষধ-সামগ্রী প্রদান করা হয়েছে।

 

 

৫. স্বাস্থ্য সনদ/চিকিৎসাগত প্রত্যয়নপত্র প্রদান অত্র বাহিনীতে ব্যাটালিয়ন আনসার সদস্য নিয়োগ, সিভিল ষ্টাফ নিয়োগ ও সদস্য-সদস্যাদের বৈদেশিক নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীদের স্বাস্থ্যগত সনদ/চিকিৎসাগত প্রত্যয়নপত্র প্রদান করা হয়ে থাকে।  
৬. মেডিকেল ক্যাম্প পরিচালনা মেডিকেল শাখার নির্দেশনা মোতাবেক রেঞ্জের তত্ত্বাবধানে বিভিন্ন জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়।