এস্টেট সেল শাখা
ক্র: নং |
কর্মকর্তার নাম ও পদবি |
কাজের বিরবণ |
মন্তব্য |
১. |
মোহাঃ শফিকুল আলম পরিচালক (অর্থ) ও অতিরিক্ত দায়িত্ব (এস্টেট সেল)
|
১। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম। ২। দীর্ঘমেয়াদী বন্দোবস্ত কার্যক্রম। ৩। জিএফ আর এর মাধ্যমে ভূমি বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম। ৪। ভূমি ক্রয় কার্যক্রম গ্রহণ। ৫। প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম। ৬। উধ্বর্তন কর্তৃপক্ষের নিদের্শ মোতাবেক দায়িত্ব পালন। |
|
২. |
মোহাম্মদ আজহারুল হুদা সহকারী পরিচালক (এস্টেট)
|
১। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রমে সহায়তা। ২। দীর্ঘমেয়াদী বন্দোবস্ত কার্যক্রমে সহায়তা। ৩। জিএফ আর এর মাধ্যমে ভূমি বরাদ্দ সংক্রান্ত কার্যক্রমে সহায়তা। ৪। ভূমি ক্রয় কার্যক্রম গ্রহণে সহায়তা। ৫। প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ সংক্রান্ত কার্যক্রমে সহায়তা । ৬। ভূমি সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ। ৭। ভূমি সংক্রান্ত চিঠিপত্র আদান প্রদান। ৮। উধ্বর্তন কর্তৃপক্ষের নিদের্শ মোতাবেক দায়িত্ব পালন। |
|
এস্টেট সেলের উল্লেখযোগ্য সাফল্য
১। আগারগাঁও প্রশাসনিক এলাকায় ঢাকা রেঞ্জের এফ-১৪/এ প্লটের ০.১৬৫ একর (১০ কাঠা) জমি গৃহায়ণ ও গর্ণপূর্ত মন্ত্রণালয়ের ভূমি বরাদ্দ কমিটির সভায় বিনামূল্যে বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
২। রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের ১৬৭ নং রুইলুই মৌজাভুক্ত হোল্ডিং নং ১০/৩২/৬৮ এর ০.২০০০ একর জমি আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নামে সাফ-কবলা রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে।
৩। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানীস্থ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নামে ১ম ও ২য় ধাপে কোরাল রীফ প্রপার্টিজ লি: এর ৮৩৬.৭৫ শতাংশ জমি ক্রয় পূর্বক তার রেজিষ্ট্রি ও নামজারী কার্যক্রম সম্পন্ন হয়েছে।
৪। জামালপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অনুকূলে ১.০০ একর অকৃষি খাসজমি ৯৯ বছরের জন্য ভূমি মন্ত্রণালয় হতে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করেছেন।
৫। সম্প্রসারিত উত্তরা (৩য় পর্ব) প্রকল্প এলাকায় আনসার ভিডিপি ভোকেশনাল ট্রেনিং ইনষ্টিটিউট এর জন্য সেক্টর নং ১৬ আই রাস্তা নং ১৩, প্রাতিষ্ঠানিক প্লট নং ৬ এর ০১ বিঘা আয়াতনের প্লটটির লীজ দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
৬। পূর্বাচল নতুন শহর প্রকল্পে আনসার ভিডিপি হাসপাতাল এর অনুকূলে বরাদ্দকৃত ১৫ নং সেফ্টরের ২০৩ নং রাস্তার ৩৩ (তেত্রিশ) কাঠা ০১ (এক) ছটাক ০৩ (তিন) বর্গফুট আয়তনের ০১৫ নং প্রাতিষ্ঠানিক প্লটের লীজ দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
৭। রাজউক কর্তৃক বরাদ্দকৃত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আনসার ও ভিডিপি সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের জন্য বরাদ্দপ্রাপ্ত ৩.২৪০০ একর জমির মূল্য পরিশোধ করা হয়েছে। বর্তমানে রেজিস্ট্রেশন কার্যক্রম প্রক্রিয়াধীন।
৮। রুমা আনসার ব্যাটালিয়ন, রুমা, বান্দরবান এর সদর দপ্তর স্থাপনের জন্য ৩৫৬ নং পলি মৌজায় ব্যক্তিমালিকানাধীন ৯.৫৭ একর ২য় ও ৩য় শ্রেণির জমির অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
৯। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাস্টার প্লানের আওতাভুক্ত হাবিবপুর, আজুলীপাড়া মৌজায় ৩৮৮.০৩ শতাংশ ব্যক্তিমালিকানাধীন জমি ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
১০। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাস্টার প্লানের আওতাভুক্ত হাবিবপুর, হরিরাউৎপুলকার ও চান্দরা মৌজায় ২৭৯.৮৫ শতাংশ ব্যক্তিমালিকানাধীন জমি ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
১১। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত আজুলীপাড়া মৌজার এসএ-২৭, আরএস- ৩৫ নং দাগে ৫৫ শতাংশ ব্যক্তিমালিকানাধীন জমি ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।