আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ত্রি-পক্ষীয় সাশ্রয়ী বিদ্যুত ব্যবহার প্রকল্প। এ প্রকল্পের অপর দুই পক্ষ হলো আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও এম- সোলারিক। প্রকল্পের অন্যতম সুবিধাভোগী গ্রুপ হলো এ বাহিনীর সদস্য সদস্যা। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে এম-সোলারিক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান সদস্য সদস্যার সংখ্যা প্রায় একষট্টি লক্ষ। দেশের বিভিন্ন জনপদের কমিউনিটির মাঝে এদের বসবাস। এ বাহিনীর সদস্য সদস্যাদের জীবনযাত্রার মানোন্নয়ন ও স্বাচ্ছন্দ্য আনার লক্ষ্যেই এ প্রকল্পের সূচনা। এ প্রকল্পের মাধ্যমে এ বাহিনীর সদস্য-সদস্যাদের নিকট সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের কিছু আধুনিক প্রযুক্তি নির্ভর উপকরণ পৌঁছে দেওয়া হবে। এম সোলারিকের সরবরাহকৃত এ প্রযুক্তি নিম্ন আয়ের আনসার ভিডিপি সদস্য সদস্যাদের অযাচিত লোড শেডিং এর সময়েও আলো, ফ্যান, মোবাইল চার্জিং, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট ব্যবহারে দারুন সহায়ক হবে।
অধিকন্তু এ প্রকল্পটি ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রীদের একটি নিয়মিত আয়ের পথ সৃষ্টি করবে।