Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০২৪

গণসংযোগ শাখা

গণসংযোগ কর্মকর্তার কর্মতালিকা

 

১.   বাহিনীর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সদস্য-সদস্যাদের নিয়মিত অবহিতকরণ।

২.   দেশের বিভিন্ন এলাকার সদস্য-সদস্যাদের সঙ্গে যত বেশী সম্ভব যোগাযোগ করত: তাদের  কর্মকান্ড সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিতকরণ।

৩.   পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশন ও সরাসরি যোগাযোগের মাধ্যমে বাহিনীর কার্যক্রম সাধারণ জনগণের নিকট তুলে ধরা।

৪.   সদস্য-সদস্যাদের প্রশংসনীয় কাজের বিবরণ সংগ্রহ, রিপোর্ট তৈরী এবং ‘প্রতিরোধে’ প্রকাশের ব্যবস্থাকরণ।

৫.   বাহিনীর নিহত সদস্য-সদস্যাদের পরিবারের তথ্য এবং গুরুতর আহত সদস্য-সদস্যাদের সংবাদ আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে কর্তৃপক্ষের নিকট উপস্থাপন।

৬.   সদস্য-সদস্যাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের কার্যক্রম সর্ম্পকিত তথ্য সংগ্রহ এবং কর্তৃপক্ষের নিকট উপস্থাপন।

৭.   সদস্য-সদস্যাদের জাতীয় উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণে উদ্ধুদ্ধকরণ।

 

গণসংযোগ শাখার কার্যক্রম (ফটোগ্রাফি)

 

১।   বাহিনীর সকল অনুষ্ঠানের স্থিরচিত্র ধারণ এবং মাস অনুযায়ী সিডি/ডিভিডি করে সংরক্ষণ।

২।   স্থিরচিত্র প্রিন্ট, ক্যাপশন ও সংবাদ তৈরী করে মাসিক প্রকাশিত প্রতিরোধ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার/প্রকাশের ব্যবস্থা গ্রহণ।

৩।   গুরুত্বপূর্ণ সকল অনুষ্ঠানের ২/৩ টি ছবি ফটো আর্কাইভে সংরক্ষণ।

৪।   বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের বিদায় অনুষ্ঠানে তাঁদের কর্মকান্ডের ছবিসম্বলিত ফটো এ্যালবাম প্রদান।

৫।   চাহিদানুযায়ী বিভিন্ন সংস্থায়/কার্যালয়ে/দপ্তরে বাহিনীর বিভিন্ন কার্যক্রমের ছবি প্রেরণ (২৬শে মার্চ ও ১৬ ডিসেম্বর)।

৬।   বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের ব্রিফের জন্য ছবি ও তথ্য সরবরাহ।

৭।   বাহিনীর জাতীয় এবং অন্যান্য সমাবেশে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনের জন্য চাহিদা মোতাবেক ছবি সরবরাহ।

৮।   বাহিনীর জাতীয় সমাবেশে স্মরণিকা ও ক্রোড়পত্রের জন্য ছবি সরবরাহ।

৯।   বাহিনীর কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে দাপ্তরিক প্রয়োজনে ছবি বিতরণ।

১০।  গণসংযোগ কর্মকর্তার নির্দেশানুযায়ী অন্যান্য সকল কার্যক্রম বাস্তবায়ন।

১১।  বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও চিত্র ধারণ এবং এডিটিং।

১২।  এডিটিং করা সকল অনুষ্ঠানের ডিভিডি করে সংরক্ষণ করা হয়।

 

গণসংযোগ শাখার কার্যক্রম (জাতীয় সমাবেশ)

 

ক্রঃ নং

কাজের বিবরণ

পরিমাণ

মন্তব্য

১.

স্মরণিকা ও পদকের বই মুদ্রণ

১৫,০০০ (পনর হাজার) কপি

 

২.

জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ

১০ (দশ) টি

 

 

 

জাতীয় সমাবেশ পুরস্কার

ক্রঃ নং

প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ

পুরস্কার প্রাপ্তদের সংখ্যা

মন্তব্য

১.

প্রথম পুরস্কার

২৪ (চব্বিশ) জন

 

২.

দ্বিতীয় পুরস্কার

৬৪ (চৌষট্টি) জন

 

৩.

তৃতীয় পুরস্কার

১৮ (আঠার) জন

 

সর্বমোট=

১০৬ (একশত চার) জন

 

 

 

শিক্ষাবৃত্তি

ক্রঃ নং

শিক্ষাবৃত্তি প্রদানের শ্রেণীসমূহ

শিক্ষাবৃত্তি প্রাপ্তদের মোট সংখ্যা

মন্তব্য

 

 

 

 

১.

পিএসসি/ইবতেদায়ী (ট্যালেন্টপুল+সাধারণ গ্রেড) বৃত্তিপ্রাপ্ত

৯২ জন

 

২.

জেএসসি/জেডিসি (ট্যালেন্টপুল+সাধারণ গ্রেড) বৃত্তিপ্রাপ্ত

৫৮ জন

 

৩.

এসএসসি (জিপিএ-গোল্ডেন, জিপিএ-৫ এবং জিপিএ-৪.৫ ও তদুর্ধ্ব)

১৬৫ জন

 

৪.

এইচএসসি (জিপিএ-গোল্ডেন, জিপিএ-৫ এবং জিপিএ-৪.৫ ও তদুর্ধ্ব)

৪৭ জন

 

সর্বমোট=

৩৬২ জন

 

 

গণসংযোগ শাখার সাম্প্রতিক কার্যক্রম (অর্কেষ্ট্রা)

 

ক্রঃ নং

তারিখ

অনুষ্ঠানের উপলক্ষ্য

স্থান

মন্তব্য

১.

০৫/০১/২০১৭

মহাপরিচালক মহোদয়ের  অনুষ্ঠান

আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর

 

২.

১০/০১/২০১৭

তথ্য ও প্রযুক্তি মেলা

শিল্পকলা একাডেমি, ঢাকা

 

৩.

১৮/০১/২০১৭

লেডিস ক্লাবের বনভোজন

আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর

 

৪.

১০/০২/২০১৭

৩৭তম জাতীয় সমাবেশ-২০১৭  সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উত্তরণ’

বিটিভি, রামপুরা, ঢাকা

 

৫.

১২/০২/২০১৭

৩৭তম জাতীয় সমাবেশ-২০১৭ নাটিকা-‘সুবর্ন বাংলাদেশ’

আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর

 

৬.

১২/০২/২০১৭

৩৭তম জাতীয় সমাবেশ-২০১৭ অংশগ্রহণকারী সকলের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর

 

৭.

১৮/০২/২০১৭

৩৭তম জাতীয় সমাবেশ-২০১৭ ‘গলফ্ টুর্ণামেন্ট’

গলফ্ গার্ডেন, ঢাকা

 

৯.

১১/০৩/২০১৭

ডিজি ম্যাডাম এর স্কুলের বনভোজন

আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর

 

১০.

২৬/০৩/২০১৭

স্বাধীনতা দিবস উদযাপন

বঙ্গভবণ

 

১১.

১০/০৪/২০১৭

এনডিসি কোর্সের

কর্মকর্তাদের আগমন

আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর

 

১২.

১৪/০৪/২০১৭

১লা বৈশাখ লেডিস ক্লাব আয়োজিত অনুষ্ঠান

আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর

 

১৩.

১৭/০৪/২০১৭

মুজিব নগর দিবস

মুজিবনগর, মেহেরপর

 

১৪.

১৯/০৪/২০১৭

প্রতিষ্ঠাবার্ষিকী ২১ বিএন

বেদগ্রাম, গোপালগঞ্জ

 

১৫.

২২/০৪/২০১৭

বিশ্ব নারী দিবস

বিটিভি, রামপুরা, ঢাকা

 

১৬.

১১/০৬/২০১৭

ঈদ আনন্দ মেলা

বিটিভি, রামপুরা, ঢাকা