Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০২৪

আইসিটি শাখা

 

ভূমিকাঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং-স্বঃমঃ(প্রশাঃ-২)/১৭(১)/২০০৪/৪৪৯, তারিখঃ ২০/০৪/২০০৮ খ্রিঃ এর আলোচ্য সূচী-৩ এর গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম তথ্য প্রযুক্তির সর্বাধিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করে এ বাহিনীর আইসিটি সরঞ্জামাদি রক্ষণাবেক্ষন, ওয়েবসাইট হালনাগাদকরণ সর্বোপরী গতিশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে নাগরিক সুবিধা প্রদান করার লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর স্মারক নং-আনসার-ভিডিপি/ প্রশাসন/ ৮২০০(১৫/১)/৮০৪, তারিখঃ ১৩/১৫/২০০৮ খ্রিঃ মূলে Information System Cell (IS Cell) গঠন করা হয়।

পরবর্তীতে কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা অনুযায়ী সদর দপ্তর স্মারক নং-৪৪.০৩.০০০০.০১১.২৭.০৪৮.০৮-১৫০, তারিখঃ ০১/০২/২০১৬ খ্রিঃ মূলে Information System Cell (IS Cell) এর নাম পরিবর্তন করে Information & Communication Technology (ICT) শিরোনামে ব্যবহার শুরু হয়।

 

কার্যক্রমঃ

১. আনসার ও ভিডিপি ওয়েব সাইট হালনাগাদ
২. নেটওয়ার্কিং
৩. আইটি সামগ্রী রক্ষণাবেক্ষণ ও মেরামত
৪. সার্ভার ব্যবস্থাপনা
৫. HRM (Human Resource Management) সফটওয়্যার পরিচালনা
৬. Push-Pull SMS সার্ভিস
৭. তথ্য সেবা

৮. অনলাইন রিক্রুটমেন্ট

৯. নাগরিক সেবায় উদ্ভাবন কার্যক্রম