Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০২৪

মনিটরিং শাখা

 
মনিটরিং শাখার বর্তমান কার্যক্রমঃ
 
                 ১৯৮২ সালে অনুমোদিত TO&E-তে অপারেশন পরিদপ্তরের অধিনে মনিটরিং ও ইন্টেলিজেন্স নামে একটি শাখা স্থাপনের বিধান রাখা হয়েছিল। পরবর্তীতে আনসার ও ভিডিপি সংগঠনের ব্যপ্তি এবং বিশালতা ক্রমশঃ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মনিটরিং কার্যক্রমকে আরো নিবিড়, ফলপ্রসু, জোরদার এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য গত ০৬/১১/১৯৯৭খ্রিঃ তারিখ হতে এই শাখাকে সরাসরি মহাপরিচালক, আনসার ও ভিডিপি মহোদয়ের অধীনস্থ করা হয়। তখন থেকে মনিটরিং শাখা মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে থেকে পরিচালিত হয়ে আসছে।
 
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
 
             বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মনিটরিং শাখার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এ বাহিনীর প্রশিক্ষণ, অপারেশনাল, নিরাপত্তা ও অন্যান্য আভ্যন্তরীণ কার্যক্রম পর্যবেক্ষণ, মূল্যায়ন, পরীবিক্ষণ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বাহিনীকে স্বচ্ছ, গতিশীল ও কার্যকর রাখার লক্ষ্যে মহাপরিচালক মহোদয়ের কমান্ডকে সহায়তা করা। আনসার ও ভিডিপি সংগঠনের বিভিন্ন স্থাপনা যেমনঃ- সদর দপ্তর ও আনসার-ভিডিপি একাডেমিসহ বিভিন্ন রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন, থানা/উপজেলা ও অঙ্গীভূত সংস্থা এবং কেপিআই সমূহের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বিশৃংখলা, প্রশাসনিক সমস্যা ইত্যাদি বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গোপনীয়ভাবে তথ্য সংগ্রহ করা ও সংগ্রহকৃত তথ্য সরাসরি মহাপরিচালক মহোদয়কে তাৎক্ষনিকভাবে অবহিত করা এবং বিভিন্ন আভিযানিক ও প্রশিক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সুপারিশ এবং মতামতসহ মহাপরিচালক মহোদয় বরাবর উপস্থাপন করা।