Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুলাই ২০২৪

উপমহাপরিচালক (অপারেশন্স)


জনাব মোঃ ফখরুল আলম, বিভিএম, পিএএমএস

সংক্ষিপ্ত পরিচিতিঃ

 

 

চার্টার অব ডিউটিজঃ

১। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের অপারেশন পরিদপ্তরের কার্যক্রম দক্ষতা ও পারদর্শীতার সাথে পরিচালনা করা তাঁর দায়িত্ব।
২। অপারেশনাল বিষয়াদি প্রসঙ্গে এবং ব্যাটালিয়নের গমনাগমন বিষয়ে তিনি সেনা সদরদপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করবেন।
৩। নীতিমালা অনুযায়ী যথযথভাবে অস্থায়ী ব্যাটালিয়ন আনসার নিয়োগ এবং অ-অঙ্গীভূত করা এবং সাধারণ আনসার অঙ্গীভূত এবং অ-অঙ্গীভূতকরণ তাঁর দায়িত্ব। (বিঃ দ্রঃ বর্তমানে ব্যাটালিয়ন আনসার সংক্রান্ত সকল কাজ রেকর্ড (ব্যাটালিয়ন) শাখা, প্রশাসন পরিদপ্তরের অধীনে করে থাকে)
৪। তিনি রাষ্ট্রীয় প্রয়োজনে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েনের জন্য দায়িত্ব প্রাপ্ত।
৫। রেঞ্জ/ব্যাটালিয়ন/জেলাসমূহের অস্ত্রগুলি/যানবাহন/সিগন্যাল সরঞ্জাম ইত্যাদির প্রাপ্যতা যথাযথভাবে নির্ধারন করা তাঁর দায়িত্ব। (বিঃ দ্রঃ বর্তমানে প্রশাসন (কিউ) শাখা অস্ত্রগুলি এবং প্রশাসন (উইং) শাখা যানবাহনের বিষয়াদি দেখে থাকে)
৬। মনিটরিং শাখার কার্যক্রম নিয়ন্ত্রণ/তত্ত্বাবধান করা তাঁর দায়িত্ব (বিঃ দ্রঃ বর্তমানে মহাপরিচালক মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে মনিটরিং শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
৭। বাহিনীর জনবল, সম্পদ এবং তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন সকল বিষয়ে তিনি মহাপরিচালক মহোদয়কে মতামত দেবেন।
৮। এছাড়াও সময়ে সময়ে মহাপরিচালক মহোদয় কর্তৃক প্রদত্ত বিভিন্ন কাজ তিনি সম্পাদন করবেন।