পরিচিতি:
২০১৬ সালের ১৮ আগস্ট আনসার স্ট্রাইকিং ফোর্স (এএসএফ) একটি বিশেষ ফোর্স হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আনসার স্ট্রাইকিং ফোর্স (এএসএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) নামে যাত্রা শুরু করে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দক্ষ ব্যাটালিয়ন আনসার ও চৌকষ আফিসারদের সমন্বয়ে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) গঠিত ও পরিচালিত।
আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্যদের রয়েছে উন্নততর প্রশিক্ষণ কোর্স:
১। ব্যাটল ফিজিক্যাল ট্রেনিং (বিপিটি)।
২। ড্রিল প্রশিক্ষণ।
3। মাল্টি অস্ত্র ও বিস্ফোরক এর ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণ।
4। ভিআইপি সুরক্ষা ড্রিল।
5। এসকর্ট ও চলাচলের নিরাপত্তাজনিত প্রশিক্ষণ
6। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাজনিত প্রশিক্ষণ।
7। অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ।
8। জঙ্গিবাদ ও সংশ্লিষ্ট অপরাধে করণীয় সম্পর্কিত প্রশিক্ষণ।
9। নিরাপত্তা ও কমিউনিকেশন ডিভাইসের ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণ।
কার্যক্রম:
এই বিশেষ বাহিনীর মুল লক্ষ হল, কুটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করা। কুটনৈতিক ব্যক্তিগণের যাতায়াত নির্বিঘ্ন করা। দেশের গুরুত্বপূর্ণ কেপিআইগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।অভ্যন্তরীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার লক্ষে পুলিশের পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালন করা, প্রয়োজনে বিভিন্ন স্থানে চেক পোস্ট স্থাপন করা। জরুরী প্রয়োজনে স্ট্রিং অপারেশন পরিচালনা করা। সরকারী নির্দেশনা অনুযায়ী (QRT) পরিচালনা করা এবং জাতীয় নির্বাচন, উপ-নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে জনগণের যাতায়াত ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া বিভিন্ন মাল্টি কার্যক্রমের সাথে এই বিশেষ ব্যাটালিয়ন সম্পৃক্ত।