Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২৪

উপমহাপরিচালক (প্রশিক্ষণ)


মোঃ রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস

উপমহাপরিচালক (প্রশিক্ষণ)

 

সংক্ষিপ্ত পরিচিতিঃ

 

চার্টার অব ডিউটিজঃ

১.   মহাপরিচালক মহোদয়ের পরিকল্পনানুযায়ী তিনি আদেশ/নির্দেশ জারী করেন।

২.   তিনি আনসার এবং ভিডিপি উভয়ের জন্য প্রশিক্ষণ নির্দেশিকা প্রনয়ন করবেন।

৩.   সেনাবাহিনী/ বিজিবি/ পুলিশ এর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ/ ক্যাডার, পদোন্নতি, পরীক্ষা   ইত্যাদির ব্যবস্থা করেন।

৪.   প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে তিনি সেনা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।

৫.   তিনি প্রশিক্ষণ শিবির, ইউনিট, স্থাপনা, প্রশিক্ষণ কেন্দ্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের অগ্রগতির বিষয়ে পর্যবেক্ষন করেন।

৬.   তিনি খেলাধূলা এবং চিত্তবিনোদন কর্মকান্ডের পরিকল্পনা প্রনয়ন করেন।

৭.   তিনি লাইব্রেরি পরিচালনা করেন।

৮.   তিনি সেনাবাহিনী/ বিজিবি’র সঙ্গে ব্যাটালিয়ন সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন এবং পার্বত্য চট্টগ্রামে গমনের পূর্বে তারা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে প্রশিক্ষিত এ বিষয়টি    নিশ্চিত করেন।

৯.   সংশ্লিষ্ট সকলের জন্য প্রশিক্ষণ সহায়িকা নির্বাচন এবং বিতরণ করেন।

১০.  যোগ্য ভিডিপি সদস্যদের জন্য সেলাই, বুনন ইত্যাদি যন্ত্রপাতি নির্বাচন এবং প্রদান সংক্রান্ত   নীতিমালা প্রস্তুত করেন।

১১.  প্রশংসনীয় কাজের পুরস্কার প্রদান করার জন্য কাজ করেন।

১২.   আনসার-ভিডিপি একাডেমি এবং অন্যান্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষণের অগ্রগতি তত্ত্বাবধান করেন।

১৩.  অন্য যে কোন অর্পিত দায়িত্ব পালন করেন।