Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মে ২০২৪

ঘূর্ণিঝড় “রেমাল” মোকাবেলায় উপকূলীয় ১২ জেলায় দশ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন । বিস্তারিত....


প্রকাশন তারিখ : 2024-05-28

   

পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ নেয়া রেমাল মোকাবেলায় মেজর জেনারেল একেএম আমিনুল হক বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের নির্দেশনা মোতাবেক উপকূলীয় ১২ জেলায় দশ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কর্মকর্তা- কর্মচারীগণ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে দলনেতা-দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার ও সহকারী আনসার কমান্ডারদের কাজে লাগিয়ে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক অথবা নিজ উদ্যোগে দুর্গত মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা, মাইকিং সহ প্রয়োজনীয় অন্যান্য কাজ করে যাচ্ছে। এছাড়াও মাঠ পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে অপস কন্ট্রোল রুম খোলা হয়েছে।