Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০২৪

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-তে প্রথম স্থান অর্জন


প্রকাশন তারিখ : 2024-06-23

 

মেজর জেনারেল একেএম আমিনুল হক বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের সদয় নির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে। উল্লেখ্য, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন মূল্যায়ন পদ্ধতি প্রবর্তিত হওয়ার পর এবারই প্রথমবারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে।
অদ্য ২৩/০৬/২০২৪ খ্রিস্টাব্দে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর, ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মূল্যায়ন এবং ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার সংক্রান্ত অনুষ্ঠানটি জনাব আসাদুজ্জামান খান এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট হতে জননিরাপত্তা বিভাগের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন মূল্যায়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম স্থান লাভের পুরস্কার এবং সনদপত্র বাহিনীর পক্ষ থেকে মেজর জেনারেল একেএম আমিনুল হক বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয় গ্রহণ করেন। উল্লেখ্য যে, উক্ত ২০২২-২৩ অর্থ বছরের এপিএ মূল্যায়নে বাংলাদেশ কোষ্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।