Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুন ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সারাদেশে আনসার ভিডিপি সদস্য মোতায়েন। বিস্তারিত....


প্রকাশন তারিখ : 2024-06-05

         

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অদ্য ০৫/০৬/২০২৪ খ্রিস্টাব্দে সারাদেশের ৬০টি উপজেলার ভোটকেন্দ্রের নিরাপত্তায় অস্ত্রসহ একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও অস্ত্রসহ দুইজন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) এর নেতৃত্বে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা আনসার-ভিডিপি সদস্য সহ মোট ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য ০৪/০৬/২০২৪ খ্রিস্টাব্দ থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে ।
ভোটকেন্দ্রে মোতায়েনকৃত ৬৮ হাজার আনসার ও ভিডিপি সদস্যের পাশাপাশি ৩৫ প্লাটুন (১হাজার ৭৮ জন) আনসার ব্যাটালিয়ন সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনের জন্য স্ট্রাইকিং/স্ট্যাটিক ফোর্স হিসেবে এবং মোবাইল টিমে দায়িত্বপালনের ক্ষেত্রে প্রায় ৩৫ প্লাটুন (১হাজার একশত জন) সশস্ত্র আনসার সদস্য পুলিশের মোবাইল টিম/ স্ট্রাইকিং টিমের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন।