Wellcome to National Portal
  • 2024-10-01-03-34-5dc97b5ab816f7da79fe6700c0f87e1c
  • 2024-10-01-03-33-75aa8a6fdb9b373a818e7ee3e67bd467
  • 2024-10-01-04-02-5552d44f7f2ed25b85b97fe4c890c016
  • 2024-10-01-04-04-b15b616edc536fab0822ed26399baf77
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মে ২০২৪

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক হতে উপপরিচালক পদে পদোন্নতি প্রদান। বিস্তারিত...


প্রকাশন তারিখ : 2024-05-28

2024-05-28-12-07-9f9eb198c5232dcb67f3c4fa8a3f0cc0  2024-05-28-12-07-e6ab58aba984a3cd3f2fafad362b4c7a  2024-05-28-12-08-185c34f2305a88e3cc144d08b54b4ccb

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক হতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫ জন কর্মকর্তাকে ২৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১১৩০ ঘটিকায় সদর দপ্তরের অপস কনফারেন্স কক্ষে উপপরিচালক র‌্যাংক ব্যাজ এ সুশোভিত করেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়। বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বাহিনীর সম্মানিত অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিমুদ্দিন বিএএম, উপমহাপরিচালক বৃন্দ, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট, পরিচালকবৃন্দ সহ সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যাংক ব্যাজ সুশোভিতকরণ অনুষ্ঠানে বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করেন। একইসাথে তিনি সকলকে ‘চেইন অব কমান্ড’ মেনে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।