Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd এপ্রিল ২০২৪

অদ্য ২১/০৪/২০২৪ খ্রিস্টাব্দে মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে আনসার ও ভিডিপি একাডেমিতে রেঞ্জ সভা অনুষ্ঠিত হয়।। বিস্তারিত.....


প্রকাশন তারিখ : 2024-04-23

অদ্য ২১/০৪/২০২৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির কনফারেন্স কক্ষে মেজর জেনারেল একেএম আমিনুল হক বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি পিএইচডি সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের সভাপতিত্বে রেঞ্জ কমান্ডারগণের সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০০০ ঘটিকায় সম্মানিত মহাপরিচালক মহোদয়ের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সভার শুরু হয়। পরবর্তীতে সভায় চট্টগ্রাম রেঞ্জ, অপারেশন শাখা এবং রংপুর রেঞ্জ কর্তৃক যথাক্রমে বান্দরবান সহ পার্বত্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি, আসন্ন উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবং সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত রেঞ্জ কমান্ডার, ব্যাটালিয়ন অধিনায়ক এবং জেলা কমান্ড্যান্টবৃন্দদের সম্যক ধারণা প্রদান করা হয়। পরে সম্মানিত মহাপরিচালক মহোদয় উল্লেখিত এবং সমসাময়িক অন্যান্য বিষয়ে করণীয় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক মহোদয়, কমান্ড্যান্ট (একাডেমি), উপমহাপরিচালকবৃন্দ সহ সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।