Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জানুয়ারি ২০২৫

অপারেশন (কেপিআই) শাখা

মেহেনাজ তাবাসসুম রেবিন
উপপরিচালক (কেপিআই)
কেপিআই শাখা
 
 
অপারেশনস পরিদপ্তরের অন্যতম একটি শাখা হলো অপারেশন (কেপিআই) শাখা। সারাদেশের গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্পো ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে সশস্ত্র নিরাপত্তা সেবা প্রদানকল্পে অঙ্গীভূত আনসার মোতায়েনের বিষয়ে যাবতীয় কার্যাদি এই শাখার দায়িত্বাধীণ। এ শাখার দায়িত্বে রয়েছেন পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা। 
 
কেপিআই শাখার সাধারণ কার্যাবলীঃ
নীতিমালা ও নির্দেশিকা প্রণয়ন, পরিমার্জন, পরিবর্ধন ।
 প্রত্যাশী সংস্থায় নতুন গার্ড অনুমোদন ।
 প্রত্যাশী সংস্থা হতে গার্ড প্রত্যাহার অনুমোদন। 
 প্রত্যাশী সংস্থায় আনসারদের সংখ্যা বৃদ্ধি ও হ্রাস অনুমোদন ।
 প্রত্যাশী সংস্থায় অস্ত্র-গোলাবারুদ সংখ্যার হ্রাস বৃদ্ধি অনুমোদন। 
 অংগীভূতকরনের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত এ এম আই এস এ তথ্য সন্নিবেশ ও হালনাগাদকরণ ।*
 ডেটাবেইজের অর্ন্তভূক্ত আনসারদের স্মার্টকার্ড ইস্যু ও প্রতিস্থাপন ।*
 মাঠপর্যায়ে অংগীভূতকরণ প্রক্রিয়া তদারকি ।
 অংগীভূত আনসারদের কল্যাণ ও শৃংখলা ।
 
ডাউনলোডঃ
আনসার অঙ্গীভূতকরণ নীতিমালা-২০১৭