Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২৪

উইং শাখা

প্রশাসন সংক্রান্তঃ

১।   সদর দপ্তরের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা।

২।   সদর দপ্তরের সকল শাখার কর্মকর্তা / কর্মচারী ব্যাটালিয়ন সদস্য/সদস্যাদের দৈনিক হাজিরা

প্রতিবেদন সংগ্রহ করা এবং সমন্বিত প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা।

৩।   বিলম্বে আগত কর্মকর্তা/কমর্চারীদের রির্পোট তৈরী করা।

৪।   অনুপস্থিত কর্মকর্তা/কমর্চারী/ব্যাটালিয়ন সদস্য/অংগীভূত মহিলা কমর্চারীদের বেতন ভাতাদি

     রহিত করণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা নিকট রির্পোট প্রেরণ করা।

৫।   সদর দপ্তরে সংযুক্ত সকল ব্যাটালিয়নের সদস্যদের ছুটি মঞ্জুর এবং এ সংক্রান্ত বিধি

লংঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

৬।   সদর দপ্তরে অনুষ্টেয় সভা সম্মেলন ও অনুষ্ঠানের আয়োজন করা।

৭।   সদর দপ্তরের সকল কমর্চারীদের বরাদ্দকৃত মালামাল/পোষাক সামগ্রী এবং সরকারী রেশন

সামগ্রী উত্তোলন ও বিতরণ করা।

৮।   আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাদক দলের কর্মকান্ড পরিচালনা ও নিয়ন্ত্রণ।

৯।   সদর দপ্তর ও সন্নিকটে কোন কর্মকর্তা/কমর্চারী/ব্যাটালিয়ন সদস্য মারা গেলে তার লাশ সদর

দপ্তরে এনে গোসল কাফন ও জানাজার পর অনুদানের অর্থসহ তার বাড়ীতে প্রেরণ করা।

১০।  আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ম ও ২য় শ্রেনীর কর্মকর্তাদের মেস পরিচালনা করা।

১১।  সদর দপ্তরের পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষার্থে সুইপার, রন্ধন পরিবেশনার জন্য পাঁচক/মেসওয়েটার,

পোষাক তৈরীর জন্য টেইলার, বাগানে গাছ লাগানো ও পরিচর্যার জন্য মালী, ইস্ত্রি ও ধোলাইয়ের জন্য ধোপা,

জুতা সেলাই/রংয়ের জন্য বুটমেকার ও চুলকাটার জন্য বারবার ট্রেডের কমর্চারীদের কার্যাদি পরিচালনা ও

তত্ত্বাবধান এবং ঐ সকল কমর্চারীদের প্রশাসন ও শৃংখলা দেখাশুনা করা।

১২।  সদর দপ্তরের বাইরে গমনকারী/বহিরাগত কর্মকর্তা/কমর্চারীদের গমনাদেশ ইস্যু করা।

১৩।  সদর দপ্তরে পানি সরবরাহ নিয়ন্ত্রণ করা।

১৪।  সদর দপ্তরের রেজিমেন্টাল ভান্ডার পরিচালনা করা।

১৫।  এমটি শাখার ভান্ডার পরিচালনা করা।

১৬।  রেজিমেন্টাল/এমটি ভান্ডারের অকেজো মালামাল অকেজো ঘোষনা ও নিলাম বিক্রয়ের ব্যবস্থা করা।

 

নিরাপত্তা সংক্রান্তঃ

 

১।   সদর দপ্তরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

২।   আরপিদের মাধ্যমে সদর দপ্তরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করা।

৩।   বহিরাগত ব্যক্তিদের নাম ঠিকানা অন্যান্য তথ্যাদি লিপিবদ্ধকরণ এবং প্রবেশ কার্ড/পরিচয়পত্র সরবরাহ করা।

৪।   অবৈধ ও অবাঞ্চিত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণ করা।

৫।   নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে বহিরাগতদের ব্যাগ পরীক্ষা করা।

৬।   যানবাহন বহিরাগমণ ও প্রত্যাগমনের সময় রেজিষ্ঠারে লিপিবদ্ধ করা।

৭।   নিরাপত্তার স্বার্থে বাইরে থেকে আগত যানবাহন পরীক্ষা করা।

৮।   সদর দপ্তরের নিরাপত্তা শৃংখলা রক্ষা করা।

 

অর্থ সংক্রান্তঃ

১।   সদর দপ্তরে সংযুক্ত ব্যাটালিয়ন আনসার সদস্যদের বেতন ভাতাদি বিতরণ করা।

২।   সদর দপ্তরের সকল কর্মকর্তা/কমর্চারীদের মাসিক বেতন হতে রেজিমেন্টাল তহবিল ও কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহ ও রেজিমেন্টাল হিসাব শাখায় জমা করা।

৩।   শাখার কর্মকর্তা/কমর্চারীদের আর্থিক অনুদান, ঋণ, জিপিফান্ড থেকে ঋণ, মোটর গাড়ী, সাইকেল ক্রয় গৃহনির্মাণ/মেরামতের অগ্রিমঋণ,

দক্ষতাসীমা/টাইমস্কেল প্রাপ্তি ইত্যাদি বিষয়ের আবেদনপত্র প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট শাখায় প্রেরণ।

৪।   সদর দপ্তরের জরুরী প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে টুকিটাকি মালামাল ক্রয় করা।

৫।   সংগঠনের মৃত কর্মকর্তা/কমর্চারী ব্যাটালিয়ন আনসার সদস্য/সদস্যাদের প্রাপ্য এককালীন আর্থিক

অনুদান এবং দাফন-কাফন ইত্যাদি খরচ সমন্বয়ের জন্য বরাদ্দের ব্যবস্থা করা।

৬।   সদর দপ্তরের ২য়, ৩য় ও ৪র্থ শ্রেনীর কমর্চারীদের ভ্রমণ ভাতা বিল প্রতিস্বাক্ষর করা।

৭।   অস্থায়ীভাবে নিয়োগকৃত ঝাড়ুদার, পাঁচক, মালী, মেকানিকদের ভাতাদি বরাদ্দের ব্যবস্থা ও বিতরণ করা।

৮।   গাড়ীচালকদের অতিরিক্ত কাজের হিসাব সংরক্ষণ ও বিল তৈরী করা।

৯।   সদর দপ্তর, একাডেমী, রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন কার্যালয়ে যানবাহনের মেরামত ও জ্বালানী

     বাবদ বরাদ্দের ব্যবস্থা করা।

১০।  জরুরী প্রয়োজনে সদর দপ্তরের যানবাহনের খুচরা যন্ত্রাংশ ক্রয় ও মেরামত করা।

১১।  সরকারী/অনপেমেন্টে ব্যবহৃত গাড়ীর ভাড়া আদায় করে সরকারী কোষাগারে জমা করা।

 

 

প্রশাসন উইং শাখার সফলতা

১।   ৩৭তম জাতীয় সমাবেশ-২০১৭ উপলক্ষে অর্পিত দায়িত্ব সফলতার সহিত সম্পন্ন করণ।

২।   আর্মি গলফ ক্লাবে আনসার-ভিডিপি ডে কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭ উপলক্ষে অর্পিত দায়িত্ব

সফলতার সহিত সম্পন্ন করণ।

৩।   মহাপরিচালক মহোদয়ের বদলী জনিত কারনে বিদায় অনুষ্ঠান উপলক্ষে অর্পিত দায়িত্ব সফলতার

সহিত সম্পন্ন করণ।

৪।   উপ-মহাপরিচালক প্রশাসন মহোদয়ের বদলী জনিত কারনে বিদায় অনুষ্ঠান উপলক্ষে অর্পিত

দায়িত্ব সফলতার সহিত সম্পন্ন করণ।

৫।   ঢাকা মহানগরীতে অত্র সংগঠনের যে সকল কর্মকর্তা/কমর্চারী ব্যাটালিয়ন আনসার সদস্য/সদস্যা মৃত বরণ করেন, তাদের উত্তরাধিকারীর নিকট

মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে এককালীন আর্থিক অনুদান এবং দাফন-কাফন ইত্যাদি অর্পিত দায়িত্ব সফলতার সহিত সম্পন্ন করণ।

৬।   সদর দপ্তরে সংযুক্ত ব্যাটালিয়ন আনসার/মহিলা আনসার ও অন্যান্য কমর্চারীদের মাসিক বেতন ভাতাদি মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হয়।

৭।   সদর দপ্তরের সকল কর্মকর্তা/কমর্চারী/ব্যাটালিয়ন সদস্য/মহিলা আনসার সদস্যাদের সরকারী রেশন সামগ্রী প্রতি মাসের প্রথম সপ্তাহে উত্তোলন ও বিতরণ করা হয়।