Wellcome to National Portal
  • 2024-10-01-03-34-5dc97b5ab816f7da79fe6700c0f87e1c
  • 2024-10-01-03-33-75aa8a6fdb9b373a818e7ee3e67bd467
  • 2024-10-01-04-02-5552d44f7f2ed25b85b97fe4c890c016
  • 2024-10-01-04-04-b15b616edc536fab0822ed26399baf77
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জানুয়ারি ২০২৫

প্রশিক্ষণ (প্রকল্প) শাখা

প্রশিক্ষণ (প্রকল্প) শাখা

 

ক্র.নং

কর্মকর্তার নাম ও পদবী

কাজের বিবরণ

মন্বব্য

১.

2025-01-08-11-00-5d317573b9f2c681b26ce458e5a7da63

অম্লান জ্যোতি নাগ

পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ)

  • প্রশিক্ষণ (প্রকল্প) শাখার সকল দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা।
  • প্রশিক্ষণ (প্রকল্প) শাখার নিয়ন্ত্রণাধীন সকল প্রশিক্ষণের বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকা প্রণয়ন করা।
  • শাখার নিয়ন্ত্রণাধীন সকল প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন, প্রশিক্ষণ তত্ত্বাবধান এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের সাথে সমন্বয়পূর্বক বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী প্রেরণ করা।
  •  উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক অন্যান্য কার্যক্রম পরিচালনা করা।

 

২.

2024-09-29-07-25-1b407d2cc0df935835da8480a4af8209

ফয়জুল বারী

উপপরিচালক(প্রকল্প-প্রশিক্ষণ)

  • প্রশিক্ষণ (প্রকল্প) শাখার সকল দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা।
  • প্রশিক্ষণ (প্রকল্প) শাখার নিয়ন্ত্রণাধীন সকল প্রশিক্ষণের বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকা প্রণয়ন করা।
  • শাখার নিয়ন্ত্রণাধীন সকল প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন, প্রশিক্ষণ তত্ত্বাবধান এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের সাথে সমন্বয়পূর্বক বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী প্রেরণ করা।
  •  উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক অন্যান্য কার্যক্রম পরিচালনা করা।
 

৩.

শাখার কার্যক্রম

 

 

বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকা প্রণয়ন এবং নির্দেশিকা মোতাবেক প্রশিক্ষণ (প্রকল্প) শাখার আওতায় ১৬ টি প্রশিক্ষণ পরিচালিত হয়। উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে ও সংশ্লিষ্ট জেলায় একক যাতায়াত ভাতা প্রদান করা হয় এবং আর্থিক হিসাব সংরক্ষণ করা হয়। প্রশিক্ষণ (প্রকল্প) শাখার আওতাধীন সকল প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সনদপত্র তৈরী ও সকল কেন্দ্রে বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান এর অনুকূলে পিকনিক স্পট বরাদ্দ প্রদান এবং একাডেমি পরিদর্শন সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হয়। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের ছবিসহ হার্ডকপি ও সফট কপি সংগ্রহপূর্বক বই আকারে বাঁধানোর কার্যক্রম গ্রহণ করা হয়।

  • আনসার ভিডিপি একাডেমিতে পিকনিক স্পট ভাড়া প্রসেসিংঃ

    ক) পিকনিক স্পট ভাড়ার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব প্যাড-এ মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা  

         বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্রে বনভোজনের তারিখ, স্পটের

         নাম, জনবল, আবেদনকারীর নাম, স্বাক্ষর তারিখসহ, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল (যদি 

         থাকে) উল্লেখ করতে হবে।

    খ) আবেদনপত্র সরাসরি/ডাকযোগে আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা এর সিআরডি শাখায় জমা দিতে    

        হবে।

    গ) আবেদনপত্র কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে প্রতিষ্ঠানকে অবগত করা হবে।

    ঘ) স্পট ফি পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

         পে-অর্ডার বিস্তারিত:

         ব্যাংক ও শাখার নাম: জনতা ব্যাংক পিএলসি, খিলগাঁও, ঢাকা।

         পে-অর্ডার এর নাম: পিকনিক ও চিত্রগ্রহণ তহবিল, আনসার ও ভিডিপি, ঢাকা।

         ব্যাংক হিসাব নম্বর: ০১০০০১৭১৫৭১০২

    ঙ) স্পট ফি:

    ক্র.নং

    স্পটের নাম

    ধারণ ক্ষমতা

    স্পট ভাড়া

    পরিচ্ছন্নতা ফি

    মন্তব্য

    ১.

    লেকভিউ

    ৩০০

    ৪০,০০০/-

    ১,০০০/-

     

    ২.

    নিরিবিলি

    ২০০

    ৮,০০০/-

    ৬০০/-

     

    ৩.

    বান্দরবান

    ২০০

    ৮,০০০/-

    ৬০০/-

     

     

    ঙ) এরপর দপ্তর হতে আবেদনকারী প্রতিষ্ঠান বরাবর বনভোজনের অনুমতি পত্র প্রদান করা হবে।

 

৪.

সাফল্য (২০২৪-২০২৫)

 

 

প্রশিক্ষণ ও কেন্দ্রের নাম

অনুমোদিত প্রশিক্ষণার্থীর কোটা

প্রশিক্ষণ গ্রহণকারীর         সংখ্যা

 

অটোমেকানিক্স প্রশিক্ষণ, রেফ্রিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ: মানিকগঞ্জ ও দিনাজপুর ১২৮ ১২৮  

বেসিক কম্পিউটার প্রশিক্ষণ : ৩৮ টি কেন্দ্র

 

কারিগরি প্রশিক্ষণ : ৮টি ট্রেড (১) অটোমেকানিক্স (২) রেফ্রিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং (৩) ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং (৪) ওয়েল্ডিং ৪জি (৫) প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং (৬) ম্যাশনারি এন্ড রড বাইন্ডিং (৭) বিল্ডিং কনস্ট্রাকশন এন্ড পেইন্টিং (৮) টাইলস্ এন্ড সেটিং প্রশিক্ষণ: মানিকগঞ্জ ও দিনাজপুর।

 

ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ : টিটিসি, জামালপুর

৩২

৩২

 

ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষণ : টিটিসি, জামালপুর

 

সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ : ভিটিসি, গাজীপুর

১০০

১০০

 

সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ : ভিটিসি, কলাকোপা

১০০

১০০

 

সেলাই ও ফ্যাশন ডিজাইন (অতিরিক্ত নকশি কাঁথা তৈরী) প্রশিক্ষণ : ০৯টি কেন্দ্র

২৮০

২৮০

 

সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণ : আনসার ভিডিপি একাডেমি

১০০

১০০

 

১০

ওভেন মেশিন অপারেটিং প্রশিক্ষণ : আনসার ভিডিপি একাডেমি

১০০

১০০

 

১১

মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ : আনসার ভিডিপি একাডেমি

 

১২

মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ : ১৩ টি কেন্দ্র

৬৫০

৬৫০

 

১৩

ইউটিলিটি প্রশিক্ষণ : সিএমএইচ, ঢাকা সেনানিবাস, ঢাকা

 

১৪

“ব্লু” ইকোনমি (সুনীল অর্থনীতি) প্রশিক্ষণ : ফয়’স লেক, চট্টগ্রাম

 

১৫

ক্যাটারিং সার্ভিস স্টাফ ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স : সিলেট

 

১৬

গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ : ১০ টি কেন্দ্র

 

১৭

আয়বর্ধক ( গরু, ছাগল, ভেড়া, মহিষ পালন এবং গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা বিষয়ক) প্রশিক্ষণ : ১০ টি কেন্দ্র

 

                                                                           সর্বমোট =

১৩৯০ জন

১৩৯০ জন

 

 

উল্লিখিত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।