Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st ডিসেম্বর ২০২৪

প্রভিশন (কিউ) শাখা

মোঃ আশরাফুল ইসলাম

উপপরিচালক (প্রশাসন-কিউ)

মোঃ আশরাফুল হক

উপপরিচালক(প্রভিশন)

 

১। পরিচালক (প্রশাসন-কিউ)এর কর্মতালিকাঃ
(ক) প্রভিশন শাখার সকল কার্যক্রম তদারকি করা।
 
২। উপ-পরিচালক (প্রভিশন) এর কর্মতালিকাঃ
(ক) অত্র বাহিনীর সকল প্রকার ক্রয় কার্যক্রম সম্পাদন করা।
(খ) বাহিনীর সকল প্রকার চাহিদার প্রেক্ষিতে ক্রয় কার্যক্রমের ক্রয় পরিকল্পনা, রেজুলেশন, সিএস, কার্যাদেশ প্রস্তুত করা ও ক্রয় কার্যক্রম সম্পন্ন করা। ক্রয়কৃত মালামাল বরাদ্দের জন্য ভান্ডার শাখায় হস্তান্তর করা।
(গ) সকল কর্মকর্তা কর্মচারীদের বিভাগীয় বাসায় অবস্থানের অনুমোদন সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা।
(ঘ) বিভিন্ন স্থাপনায় রক্ষিত গাছপালা কর্তনের অনুমোদন সংক্রান্ত কার্যাদি সম্পাদন করা।
(ঙ) কর্মকর্তা-কর্মচারীদের গৃহ নির্মান, মোটর কার, মোটর সাইকেল অগ্রীম ঋন মঞ্জুরী প্রদানের কার্যাদি সম্পাদন করা।
(চ) এ ছাড়াও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে অন্যান্য কার্যাদি সম্পন্ন করা।
(ছ) বাহিনীর অকেজো গাড়ী নিলামে বিক্রয় ও নতুন গাড়ী ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা।
 
৩। সহকারী অ্যাডজুটান্ট (প্রভিশন):
(ক) বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ ক্রয়, রক্ষনাবেক্ষণ করা। সদর দপ্তরের সকল প্রকার খুচরা মালামাল ক্রয় পূর্বক সরবরাহ সম্পন্ন করা এবং পরিচালক (প্রশাসন-কিউ) ও উপ-পরিচালক (প্রভিশন)কে সহযোগিতা প্রদান করা।
 
৪। প্রভিশন শাখার কার্যক্রমঃ
(ক) সদর দপ্তর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার ও ভিডিপি একাডেমী, বিভিন্ন রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন, ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও  উপজেলা কার্যালয়ের জন্য সকল প্রকার মালামাল ক্রয়ের নথিপত্র সংরক্ষণ করণ।
(খ) সরকারী/বিভাগীয় বাসা বরাদ্দ সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ করণ।
(গ) অস্ত্র ও গোলাবারুদ বরাদ্দ সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ করণ। 
(ঘ) রেশন সামগ্রী প্রদান সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ।
(ঙ) কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটাঃ আনসারদের গৃহ নির্মান, মোটর কার ও মোটর সাইকেল ঋন প্রদান সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ।
(চ) বিভিন্ন সভা সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ।
(ছ) বিজি প্রেস হতে মালামাল সংগ্রহ ও বিতরণের নথিপত্র সংরক্ষণ।
(জ) অত্র বাহিনীতে কর্মরত সেনা কর্মকর্তাদের আবাসন, রেশন ও বিভিন্ন তথ্যাদি প্রেরণ সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ।
(ঝ) বিবিধ নথিপত্র সংরক্ষণ।
 
৫। প্রভিশন শাখার সাফল্যঃ
(ক) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের মধ্যে পারিবারিক রেশন সামগ্রী প্রদানের প্রচলন করা হয়েছে। 
(খ) ব্যাটালিয়ন আনসারদের কম্ব্যাট পোষাক প্রবর্তন করা হয়েছে। 
(গ) বাহিনীর কর্মকর্তাদের ওয়ার্কিং ড্রেস ও অংগীভূত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে নতুন পোষাক বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
(ঘ) আনসার সদস্যদের মধ্যে শটগান প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
 
৬। প্রস্তাবনাঃ
 
(ক) বাহিনীর সকল ইউনিট হতে প্রাপ্ত চাহিদা Upload করা।
(খ) সদর দপ্তরে বিভিন্ন মালামালের চাহিদা  Upload  করা।
(গ) বিভিন্ন প্রকার নির্দেশনা Upload করা।