Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০২৫

স্থান পরিচিতি

অবস্থান

ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার অদূরে গাজীপুর-কালিয়াকৈর মহাসড়কের পাশে সফিপুর নামক স্থানে আনসার-ভিডিপি একাডেমী অবস্থিত এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে এর অবস্থান। গাড়িতে করে ৬০-৮০ মিনিটের মধ্যে ঢাকায় পৌঁছানো সম্ভব।

     আনসার একাডেমী বাংলাদেশের পর্যটক আকর্ষণের অন্যতম স্থান। এই একাডেমীতে শুধুমাত্র ভিআইপিদের জন্য একটি স্পট সহ মোট ২৭টি পিকনিক স্পট আছে। সমস্ত স্পটগুলো সবুজ, ছায়াময়, পরিষ্কার, কোলাহল মুক্ত, মনোরম প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান।এখানে প্রকৃতি সাজে তার অপরুপ সৌন্দর্যে।এখানে আছে ঘন সবুজ বনানী, মৃদু বাতাস, পাখির কলতান, বন্যফুলের মিষ্টি গন্ধ, অতিথি ও জলজ পাখি। যারা প্রকৃতিপ্রেমী, প্রকৃতিতে হারিয়ে যেতে চান, তাদের এখানে ছুটে আসতেই হবে।

 

 

সেবাসমূহঃ

# সকল স্পট সার্বক্ষনিক নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ। বাহিরের কোন মানুষ সেখানে প্রবেশ করতে পারে না।

# সকল জায়গায় অবকাশ ছাউনি, টয়লেট সুবিধা এবং পানি সরবরাহের ব্যবস্থা আছে ।

# সকল স্পটে পোষাক পরিবর্তন করার কক্ষ আছে।

# অন পেমেন্ট ক্যাটারিং সেবা বিদ্যমান।